নিউজপিডিয়া ডেস্ক: জীবনাবসান হল কোচবিহারের তৃণমূল কংগ্রেস নেতা বিষ্ণুব্রত বর্মনের। তিনি তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি ছিলেন। কোচবিহারের প্রাক্তন সাংসদ তথা বিশিষ্ট আইনজীবী প্রসেনজিৎ বর্মনের পুত্র বিষ্ণুব্রত দীর্ঘদিন জেলা ক্রীড়া সংস্থার সচিব ছিলেন। শিলিগুড়ির বিভিন্ন ক্লাবে তিনি চুটিয়ে ক্রিকেট খেলেছেন। তাঁর মৃত্যুতে রাজনৈতিক ও খেলার জগতে শোকের ছায়া নেমে এসেছে।
জানা গিয়েছে, বুধবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তিনি বেশ কিছু দিন শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মঙ্গলবার তাঁকে এয়ার অ্যাম্বুলেন্স করে কলকাতায় পাঠানো হয়। তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। পরে অবশ্য তাঁর রিপিট টেস্টের রিপোর্ট নেগেটিভ আসে।