লোকেশ দেবনাথ, নবদ্বীপ: নির্বাচন ঘোষণার প্রাকমুহুর্তে নবদ্বীপ ফৌজদারি আদালত বার কাউন্সিল -এর নির্বাচনে রাজ্যের প্রধান বিরোধীদল বিজেপিকে কার্যত ধুলিস্যাৎ করে ১৭/০ তে জয় লাভ করে নিজেদের ক্ষমতা ধরে রাখলো তৃণমূল কংগ্রেস মনোনীত তৃণমূল লিগাল সেল।

যদিও এই নির্বাচনকে অসাংবিধানিক দাবি করে আদালত চত্বরে পোস্টারিং করতে দেখা গিয়েছে বিজেপিকে।
এই নির্বাচন বিরোধীরা অনেক ভাবে আটকানোর চেষ্টা করে বলে জানা যায়। কিন্তু এই জয় বুঝিয়ে দিয়েছে বর্তমান তৃণমূল কংগ্রেসের উন্নয়ন মূলক কাজ করছে, তাই ভোটে তৃণমূল কংগ্রেসের জয় হয়েছে বলে দাবি তৃণমূল লিগাল সেলের সদস্যদের।