নিউজপিডিয়া ডেস্ক, ২১ জুলাইঃ রাজ্যে শাসকদল তৃণমূল কংগ্রেসের আর একজন বিধায়ক করোনা আক্রান্ত হলেন। মঙ্গলবার দিনহাটার বিধায়ক উদয়ন গুহ ফেসবুকে পোস্ট করে জানিয়েছেন, তিনি করোনা আক্রান্ত। বিষয়টি জানাজানি হতেই আশঙ্কা ছড়িয়েছে। জনপ্রতিনিধি হওয়ায় তাঁকে অনেক মানুষের সংস্পর্শে আসতে হয়।

দিনহাটা সহ কোচবিহার জেলায় ফের করোনার প্রকোপ বাড়ছে। দিন চারেক আগে কোচবিহারের জেলাশাসকের নির্দেশে অনির্দিষ্টকালের জন্য দিনহাটা শহর ও দিনহাটা ২ নং ব্লককে কনটেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়। দুদিন আগেই কোচবিহার পুরসভার প্রশাসক ভূষণ সিং করোনায় আক্রান্ত হন। একের পর এক জনপ্রতিনিধি করোনা পজিটিভ হওয়ায় এখন চিন্তার ভাঁজ জেলা প্রশাসনে।