নিজস্ব প্রতিনিধি, মালদা: অর্থ তছরুপের বিতর্ক পিছু ছাড়ছে না শাসক দলের নেতাদের। এবার শাসক দলের নেতাই দুর্নীতির অভিযোগ তুললেন মালদায়। সোমবার দুপুরে প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সাংবাদিক বৈঠকে দলেরই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগ করেন। অভিযোগ, গ্রামবাসীদের ধান বিক্রির টাকা তুলে নিয়েছেন অভিযুক্ত পঞ্চায়েত প্রধান।
ইংরেজবাজারের যদুপুর-২ গ্রাম পঞ্চায়েতের প্রধান সাজ্জাদ আলি গ্রামবাসীদের ধান বিক্রির কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ। স্থানীয় কিছু রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্ক, চালকল মালিকদের সঙ্গে মিলে সাজ্জাদ আলি এই কাজ করেছেন বলে অভিযোগ করেছেন কৃষ্ণেন্দু। আর এইভাবে কমপক্ষে ৩ কোটি টাকার নয়ছয় হয়েছে বলে তিনি দাবি করেছেন।
অভিযোগের সময় কয়েকজন ভুক্তভোগী ছিলেন তাঁর পাশে। ভুক্তভোগীদের একজন জানিয়েছেন, তাঁর অ্যাকাউন্টে কয়েকবার টাকা ঢুকলেও সেই টাকা অন্য কেউ তুলে নিয়েছে। অ্যাকাউন্ট খোলা হলেও তাঁর কাছে চেকবই, পাশবই, এটিএম কার্ড কিছুই নেই! এমনকী অ্যাকাউন্টে তাঁর পরিবর্তে অন্য কারো ফোন নম্বর দেওয়া রয়েছে।
তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান সাজ্জাদ আলি। তিনি বলেন, ‘এরকম কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই আমার। সমস্যার কথা ভেবে গ্রামবাসীদের জিরো ব্যালান্সের অ্যাকাউন্ট খুলে দিতে চেষ্টা করেছিলাম। আমার বিরুদ্ধে কোনও অভিযোগ থাকলে তার তদন্ত হোক।’
এদিকে জেলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী মৌসম বেনজির নূর বলেন, “এবিষয়ে লিখিত কোন অভিযোগ পাইনি। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।”