বাপি আকুঞ্জি , সন্দেশখালি: কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে এবং পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সন্দেশখালি বিধানসভা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হয় এক অভিনব প্রতিবাদ মিছিল। এদিন সন্দেশখালি ১ ও ২ ব্লকের ষোলটি অঞ্চল জুড়ে এই প্রতিবাদ মিছিলে পা মেলাই হাজার হাজার দলীয় কর্মী থেকে সাধারণ মানুষ।
এই প্রতিবাদ মিছিল বিকাল তিনটা থেকে দুই ব্লকের ১৬ টি গ্রাম পঞ্চায়েত জুড়ে শুরু হয়। মিছিলে অংশগ্রহণকারী সাধারণ মানুষ ও দলীয় কর্মীরা বিভিন্ন আকারের প্ল্যাকার্ডে পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে স্লোগান লিখে প্রতিবাদ জানাই। প্রতিবাদ মিছিল সবার মুখে একটাই স্লোগান ছিল ” ডিজেল ও পেট্রোলের মূল্য বৃদ্ধি হল কেন কেন্দ্রের অপদার্থ সরকার — জবাব দাও ; জবাব দাও ” এদিনের প্রতিবাদ মিছিলে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো ।
মিছিল শেষে প্রতিটা অঞ্চলের দলীয় কর্মী সহ সাধারণ মানুষ একটি নির্দিষ্ট জায়গায় জমায়েত হয় এবং সবশেষে প্রধান ও দলীয় নেতৃত্ব তাদের বক্তব্যের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি ও পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জানায়।
এখানে উল্লেখ্য গত ৫ ই জুন সন্দেশখালি পর্যবেক্ষক শেখ সাহাজাহান ধামাখালিতে দুই ব্লকের সমস্ত নেতৃত্বকে নিয়ে যে সাংগঠনিক সভা করেছিল সেখানে মুখ্যমন্ত্রীর মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশ অনুসারে কেন্দ্রে সরকারের পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জানানোর জন্য যে কর্মসূচি পালনের আদেশ দিয়েছিল সন্দেশখালি বিধানসভা ষোলটি অঞ্চল জুড়ে , সেটারই ফলশ্রুতি ছিল এই প্রতিবাদ মিছিল।