শচীন দাস, গোয়ালপোখর: করোনা মহামারীতে রক্ত সংকট মেটাতে রবিবার গোয়ালপোখর ১ ব্লকের ডাঙ্গীপাড়া সুমিত্রা হাই স্কুলে রক্ত দান শিবিরের আয়োজন করলো গোয়ালপোখর ব্লক তৃণমূল SC/ST/OBC সেল। এদিন এই শিবিরে ৩৫ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহিত রক্ত ইসলামপুর মহকুমা হাসপাতাল ব্লাড ব্যাংকে পাঠানো হয়।
SC/ST/OBC সেলের ব্লক সভাপতি বিমল কুমার বিশ্বাস জানিয়েছেন, এই করোনা মহামারীতে যে হারে রাজ্য জুড়ে রক্ত সংকট দেখা দিয়েছে সেই রক্ত সংকট দূর করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সাধারণ মানুষ এই করোনা মহামারীতে রক্তের অভাবে ভুগছে। তাদের কথা ভেবেই এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে।