সোমনাথ দত্ত, মালবাজার: শুক্রবার নিউমাল জংশন রেল স্টেশনের পরিকাঠামোগত উন্নয়ন ও দূরপাল্লার ট্রেনের স্টপেজের দাবী নিয়ে উত্তর পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজারের কাছে স্মারক লিপি দিল তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ। এদিন সংগঠনের জেলা সহ সভাপতি সুরজিৎ দেবনাথের নেতৃত্বে ছাত্রদের একটি প্রতিনিধি দল নিউমাল রেলস্টেশনের সুপারিন্টেন্ডেন্টের সাথে দেখা করে তার হাতে স্মারক লিপি তুলে দেন।
স্মারকলিপি প্রদান প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ নেতা সুরজিৎ দেবনাথ জানান, “আজ উত্তরপুর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার বিভিন্ন স্টেশন পরিদর্শনে আসেন। তার উদ্দেশ্যেই লেখা স্মারক লিপি আমরা স্টেশন সুপারিন্টেন্ডেন্টের হাতে তুলে দিয়েছি। তিনি যথাযোগ্য জায়গায় স্মারক লিপি পাঠিয়ে দেবেন বলে আশ্বাস দিয়েছেন।” প্রসঙ্গত উল্লেখ্য, শুক্রবার উত্তরপুর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার আনশুর গুপ্তা এনজেপি ও চালসা রেলস্টেশন পরিদর্শনে এসেছিলেন।
অপর দিকে বিজেপির মাল টাউন মন্ডলের এক প্রতিনিধি দল চালসা রেলস্টেশনে উত্তরপূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার আনশুর গুপ্তার সাথে দেখা করে নিউমাল জংশন স্টেশনে দক্ষিণভারত গামী যাত্রীবাহী এক্সপ্রেস ট্রেনের স্টপেজ সহ মাল স্টেশনকে মডেল স্টেশনে উন্নতিকরণের দাবী জানিয়ে স্মারকলিপি তুলে দেন। প্রসঙ্গত মালবাজার টাউন মন্ডলের সভাপতি দেবাশীষ পাল বলেন, “উনি আমাদের দাবী গুলি মনোযোগ সহকারে শুনেছেন এবং বিষয়গুলি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।”