নিউজপিডিয়া ডেস্ক: অসম রাজ্যে কংগ্রেসের সঙ্গে কোনও রকম সমঝোতা করবে না তৃণমূল। এমনকি সেখানে জোট করা হবে না AIUDF-এর সঙ্গেও। বুধবার গুয়াহাটিতে এই কথা জানান অসম রাজ্য সভাপতি। এদিনই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন অসমের অনেকেই। সেই যোগদান অনুষ্ঠানেই এই কথা জানান অসম রাজ্য তৃণমূল কংগ্রেস সভাপতি। উল্লেখ্য এটাই ছিল গুয়াহাটিতে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার প্রথম অনুষ্ঠান।
তাদের নীতির কথা পরিষ্কার করেই জানিয়ে দিলেন রিপুন বোরা। অসম রাজ্য তৃণমূল কংগ্রেস সভাপতি রিপুন বোরা। সদ্যই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন রিপুন বোরা। আর তাঁকেই করা হয়েছে অসমের তৃণমূল রাজ্য সভাপতি। তাঁর দাবি, সেই রাজ্যে কংগ্রেসের বিকল্প হয়ে উঠবে তৃণমূল। সেখানে কংগ্রেস নয়, BJP-র সঙ্গে টক্কর দেবে তৃণমূলই।
সেই সঙ্গে তিনি জানিয়ে দিলেন Assam রাজ্যে কংগ্রেসের সঙ্গে কোনও রকম সমঝোতা করবে না তৃণমূল। এমনকি সেখানে জোট করা হবে না AIUDF-এর সঙ্গেও।
বুধবার গুয়াহাটিতে এই কথা জানান তিনি। এদিনই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন অসমের অনেকেই। সেই যোগদান অনুষ্ঠানেই এই কথা জানান অসম রাজ্য তৃণমূল কংগ্রেস সভাপতি। উল্লেখ্য এটাই ছিল গুয়াহাটিতে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার প্রথম অনুষ্ঠান। সেখানেই রিপুন বোরা বলেন, “এই রাজ্যের উন্নতির জন্য অনেক বুদ্ধিজীবী, অনেক দলের নেতাকর্মী, সাধারণ মানুষ এখন তৃণমূলে যোগ দিতে আসছেন। কারণ তাঁরা চাইছেন এই রাজ্যের সমস্যা মিটিয়ে প্রকৃত উন্নয়ন করতে।”
এই অনুষ্ঠানে হাজির ছিলেন মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা, রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব, লোকসভার সাংসদ মহুয়া মৈত্ররাও। উল্লেখ্য গত বছর কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন মুকুল সাংমা, সুস্মিতা দেব।
তৃণমূলে যোগ দেওয়ার পরে রাজ্য সভাপতির পদ পেয়েছেন রিপুন বোরা। তিনি ছিলেন সেই রাজ্যের রাজ্যসভার প্রাক্তন সাংসদ। আগে অসমের কংগ্রস সভাপতির পদেও ছিলেন তিনি।
সোমবার তিনি ফিরেছেন গুয়াহাটিতে। তার পরেই তিনি বলেছিলেন, “এখন আমার কাজ এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের সংগঠন গড়ে তোলা। আমি এই বলে আশ্বস্ত করতে পারি যে আগামী দিনে এখানে BJP-র বিকল্প হবে তৃণমূল। আমরা ত্রিপুরাতে আগামী বছর ও Assam রাজ্যে ২০২৬ সালে সরকার গঠন করব।”