সৌভিক দত্ত, ধূপগুড়ি: করোনা পরিস্থিতিতে দুঃস্থ মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিল তৃণমূল যুব কংগ্রেস। একদিকে করোনা অন্যদিকে লকডাউন এই দুইয়ের পরিস্থিতিতে সাধারণ খেটে খাওয়া মানুষের অবস্থা শোচনীয় হয়ে পড়েছে। রবিবার নেতাজি পাড়া তৃণমূল কংগ্রেসের গ্রামীণ কার্যালয়ের সামনে পুর এলাকার ১৬ টি ওয়ার্ডের বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের হাতে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী চাল,ডাল, তেল, আলু, সহ বিভিন্ন জিনিস তুলে দেওয়া হয় ধূপগুড়ি টাউন ব্লক তৃণমূল যুব কংগ্রেস।
এদিন প্রায় ১০০ উপরে মানুষের হাতে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ মজুমদার, রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদক ইভান দাস, যুব নেতা মনোজ দে।
এই বিষয়ে টাউনের যুব সভাপতি বৈদ্যনাথ কুন্ডু জানায় পুর এলাকার বিশেষ চাহিদা সম্পন্নদের হাতে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।