বিশেষ প্রতিনিধি, কলকাতা: আসন্ন ২০২১ বিধানসভা নির্বাচনকে ঘিরে ঘুটি সাজাচ্ছে রাজনৈতিক দলগুলো। পিছিয়ে নেই রাজ্যের শাসক দলও। আসন্ন নির্বাচনের লক্ষ্যেই রবিবার ‘সোজা বাংলায় বলছি’ নামক নতুন অভিযান শুরু করল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। নতুন এই অভিযান আগামী কয়েক মাস চলবে।
রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজ সমগ্র দেশের তুলনায় কতটা সফল, তা পরিসংখ্যানের সাহায্যে তুলে ধরা হবে নতুন এই উদ্যোগে। সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক বিষয়গুলোর উপরেই পরিসংখ্যান তুলে ধরে বিভিন্ন বিতর্কের জবাব দিতে নতুন এই উদ্যোগ বলে জানা গেছে।
সূত্রের খবর, সপ্তাহের তিন দিন বুধবার, শুক্রবার এবং রবিবার বেলা ১১টায় স্যোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হবে একেকটি ভিডিও। এক মিনিটের সেই ভিডিওতে উপস্থাপকের ভূমিকায় দেখা যাবে ডেরেক ও’ব্রায়নকে।
সাম্প্রতিক সময়ে রাজ্য সরকার বিভিন্ন বিতর্কের কেন্দ্রে অবস্থান করেছে।কাটমানি, আমফান ত্রাণ বিলি, করোনায় স্বাস্থ্য পরিষেবা সহ একাধিক বিষয়ে রাজ্য সরকারকে ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে। বিরোধীদের আক্রমণের মুখে পড়তে হয়েছে। এমন সময়ই নতুন এই অভিযান। ডেরেকের এক মিনিটের ভিডিওর মাধ্যমে সমালোচনার যুক্তিপূর্ন জবাব যথেষ্ট ইতিবাচক বলে মনে করছে তৃণমূল শিবিরের।
এর আগে তৃণমূল নেতা ডেরেক সমগ্র দেশের তুলনায় রাজ্যে বেকারত্বের হার কম। এরকমই বিভিন্ন ইস্যু নিয়ে প্রতি সপ্তাহের নির্দিষ্ট দিনগুলিতে তথ্য পরিসংখ্যান তুলে ধরা হবে। যা বিরোধীদের মোকাবিলায় দলীয় কর্মীদের সহায়ক হবে বলে মনে করছে তৃণমূল।