নিউজপিডিয়া ডেস্কঃ বরাবরই ঠোঁটকাটা হিসেবে পরিচিত বলি কুইন ‘কঙ্গনা’। তবে সম্প্রতি একটু বেশিই সব ব্যাপারে নিজের মতামত জানিয়ে অন্যদেরও কটাক্ষ করছেন তিনি। তবে এবার নিজের করা টুইটের নেটাগরিকদের হাসির পাত্রী হলেন কঙ্গনা রানাউত। মঙ্গলবার তাঁর আসন্ন দু’টি সিনেমার বেশ কিছু ফটো টুইটে শেয়ার করেন। তবে শুধু শেয়ার করেই থেমে থাকেননি। নিজেকে দুনিয়ার সেরা অভিনেত্রী বলেও দাবি করেছেন কঙ্গনা। তাঁর মতো অভিনয় দুনিয়ায় কেউ করতে পারবে না বলেও মনে করেছেন তিনি। আর এই টুইটের পরই নেটিজেনদের ট্রোলের মুখে পড়তে হয়েছে তাঁকে। যদিও এসবের খুব একটা তোয়াক্কা করেন বলে মনে করেনা একাংশ।
তাঁর আসন্ন দুই সিনেমা ‘থালাইভি’ ও ‘ধাকড়’ এর ছবি টুইটে পোস্ট করে আরও লেখেন, যদি কেউ এই দুনিয়ায় তাঁর থেকে ভালো অভিনেত্রী দেখাতে পারে, সেক্ষেত্রে তিনি অহংকার ত্যাগ করবেন। এখানেই থেমে থাকেননি কুইন, তিনবার অস্কার জয়ী অভিনেত্রী মেরিল স্ট্রিপের সঙ্গেও নিজেকে তুলনা করে বলেছেন, তাঁর মধ্যেও মেরিলের মতোই দক্ষতা রয়েছে। তিনি যেমন অ্যাকশনও পারেন, তেমন অন্যদিকে গ্রামের মেয়েও সাজতে পারেন। তাঁর টুইটের পরই তাঁর ফ্যানরাও এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। কোনও কোনও নেটিজেন এও বলেন, নিজেকে বড় দাবি করলেই কেউ বড় হয়ে যায় না। আবার কেউ বলছেন, যাঁর কেউ প্রশংসা করেনা, তখন তাঁর প্রশংসা সে নিজেই করেন। এখন এটাই দেখার এই নিয়ে আর কত ট্রোলের মুখে পড়তে হয় কুইনকে।