উজির আলি, মালদা: ১৫ এক সঙ্গে ছয় ছয়টি পাম্প সেট চুরি চেষ্টা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের কুইলপাড়া, রামশিমল ও ভেলাবাড়ি এলাকায়। চুরির চেষ্টা চালালেও চোরেরা পাম্প সেট গুলো নিয়ে যেতে ব্যর্থ হয় বলে জানান চাষিরা। চাষিরা হরিশ্চন্দ্রপুর থানায় চুরির বিষয়টি জানিয়েছেন।কে বা কারা এই ধরনের কর্মকান্ড চালিয়েছে তা তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।
রাম শিমলের এক চাষি মহম্মদ হানিফ জানান, সারাবছর মাঠেই পাম্প সেট গুলো থেকে যায়। সোমবার গভীর রাতে কে বা কারা মাঠ থেকে ছয়টি পাম্প সেট চুরি করে নিয়ে পালানোর চেষ্টা করলে ব্যর্থ হয়ে পড়ে। রাস্তার ধারে পাম্পসেট গুলো ছেড়ে পালিয়ে যায়।