নিউজপিডিয়া ডেস্ক: দীর্ঘ ৩৪ বছর পর কেন্দ্র নয়া শিক্ষানীতি এনেছে। আর এই শিক্ষানীতিতে প্রথম কোনো রাজ্য হিসেবে বাধ সাধল দক্ষিণের রাজ্য তামিলনাড়ু। কেন্দ্রের ‘ত্রিভাষা নীতি’র নয়া শিক্ষানীতি কার্যকর হবে না কেন্দ্রে। একথা স্পষ্ট করে জানিয়ে দিল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ই কে পালানিস্বামী।
তবে এটি যেন প্রত্যাশিতই ছিল। দক্ষিণের রাজ্য গুলি যে তিনটি ভাষার নীতি মানবে না তা রাজনৈতিকমহলের অনেকেই আগে থেকে টের পেয়েছিলেন আর সেটাই এবারে সত্যি হলো।
কেন্দ্রের নতুন শিক্ষানীতি তে বলা হয়েছে, পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা নিজেদের মাতৃভাষাতেই পড়াশোনা করতে পারবে। তবে সিক্স থেকে তাঁদের ৩টি ভাষা শিখতে হবে। যদিও, এই ভাষাগুলি নির্বাচন করতে পারবে সংশ্লিষ্ট রাজ্য সরকার। কোনও রাজ্যের উপর কোনও ভাষা চাপিয়ে দেওয়া হবে না। কিন্তু তামিলনাড়ু সরকার মনে করছে, ত্রিভাষার নামে এটি আসলে কায়দা করে হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে কেন্দ্র সরকার।
মুখ্যমন্ত্রী পালানিস্বামী বলেন, “ত্রিভাষা নীতি অবাক করার মতো, দুঃখজনক। আমি প্রধানমন্ত্রীর কাছে আবেদন করব, এই নীতি পুনর্বিবেচনা করুন। রাজ্যগুলিকে নিজেদের মতো নীতি নির্ধারণ করার অধিকার দিন। আমাদের রাজ্য কয়েক দশক ধরে দ্বিভাষা নীতি মেনে আসছে। আর তাতে কোনও ব্যতিক্রম হবে না।”
এ প্রসঙ্গে তিনি ছয়ের দশকের নেহেরুর নেতৃত্বাধীন কংগ্রেস সরকার হিন্দিকে তামিলনাড়ুর সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার চেষ্টা করেছিল, সেই কথা টেনে আনেন এবং বলেন প্রবল বিক্ষোভের জেরে পিছিয়ে আসতে হয় সরকারকে। আর এবারেও হিন্দি চাপিয়ে দেওয়ার আশঙ্কায় সম্ভবত এই নীতি চালু না করার সিদ্ধান্ত ঘোষণা করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী।