নিউজপিডিয়া ডেস্ক: বাড়িতে স্বামী না থাকার সুযোগ নিয়ে এক শবর মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল বিজেপির ২ কর্মী যুবকের বিরুদ্ধে। এই অভিযোগে গ্রেফতার করা হয়েছে পতিত ভুঁইয়া এবং রাজু ভুঁইয়া নামে এলাকার দুই যুবককে। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার লালগড় থানার পূর্ণাপানি গ্রাম পঞ্চায়েতের করমশোল গ্রামে।
অভিযোগ, শুক্রবার রাত ৯টা নাগাদ রাজু এবং পতিত এক শবর মহিলার বাড়িতে ঢোকে। সেই সময় তাঁর স্বামী বাড়িতে ছিলেন না। অভিযোগ বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে ওই দুই যুবক শবর মহিলাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় বাড়ির পিছনের জঙ্গলে। সেখানে দুজনে মিলে তাঁকে গণধর্ষণ করে। তারপর বিবস্ত্র অবস্থায় শবর মহিলাকে জঙ্গলের মধ্যেই ফেলে রেখে পালিয়ে যায় রাজু এবং পতিত।
ওই শবর মহিলার স্বামী বাড়ির পাশে একটি মুরগি ফার্মে কাজ করেন। সেই রাতেই স্বামীকে সব ঘটনা জানান তাঁর স্ত্রী। সঙ্গে সঙ্গে গ্রামের মানুষকে পুরো ঘটনা জানান নির্যাতিতার স্বামী। মহিলার মুখ থেকে সমস্ত ঘটনা শুনে গ্রামের লোক পুলিসে খবর দেয়। সেই রাতেই লালগড় থানার পুলিস ঘটনাস্থলে গিয়ে নির্যাতনের প্রমাণ সংগ্রহ করে। তারপর রাতেই পুলিস হানা দেয় অভিযুক্তদের বাড়ি। রাতে বাড়ি থেকেই দুই অভিযুক্তকে গ্রেফতার করে লালগড় থানার পুলিস।
পুলিশ সুত্রে জানা গেছে, ধৃত দুই অভিযুক্তদের মধ্যে পতিত ভুঁইয়া পূর্ণাপানি বুথের সহ-সভাপতি এবং রাজু ভুঁইয়া এলাকায় বিজেপির সক্রিয় কর্মী বলেই পরিচিত। আজ শনিবার দু’জনকেই ঝাড়গ্রাম আদালতে তোলা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে ৩৭৬ ধারা-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।
উল্লেখ্য, এই প্রথম নয়, এর আগেও রাজ্যের বিভিন্ন জায়গায় একাধিক বিজেপি কর্মীরা ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হয়ে জেল খাটছেন। খোদ রাজ্যস্তরের নেতারা পর্যন্ত এই অভিযোগে অভিযুক্ত।
স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, দীর্ঘদিন ধরেই এই নেতারা এই কুকর্ম চালিয়ে আসছিলেন, অবশেষে এদিন প্রকাশ্যে এসেছে।