নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর: রবিবার সকালে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যু হল দুই ভাইয়ের। ঘটনা পশ্চিম মেদিনীপুরের সবং থানা এলাকার মোহাড় গ্রাম পঞ্চায়েত এলাকার। সেখানে কুয়োয় পড়ে যাওয়া দড়ি তুলতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে ২ ভাইয়ের। পুলিশ নিহত দুই ভাইয়ের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, পেশায় রাজমিস্ত্রী নিতাই মন্ডল ও পূর্ণচন্দ্র মন্ডলের বাড়ির সেপটিক ট্যাঙ্কটি জলে ভরে গিয়েছিল। সেটি দড়ি ও বালতি দিয়ে পরিস্কার করেন দুই ভাই। হঠাৎ করে দড়িটি কুয়োয় পড়ে যায়। পড়ে যাওয়া দড়িটি তুলতে সেপটিক ট্যাঙ্কে নামেন নিতাই (৩০)। রবিবার সকাল ১০টা নাগাদ ট্যাঙ্কে নামার কিছুক্ষণের মধ্যেই বিষাক্ত গ্যাসের প্রভাবে কাঁপতে শুরু করেন তিনি।
দাদাকে কুয়োর মধ্যে লুটিয়ে পড়তে দেখে অস্থির হয়ে পড়েন ভাই পূর্ণচন্দ্র (২৮)। দাদাকে উদ্ধার করতে কুয়োয় নামেন ভাই পূর্ণচন্দ্র। তিনিও লুটিয়ে পড়েন কুয়োয় মধ্যে। বাড়ির লোকেদের চিৎকারে প্রতিবেশীরা এসে ২ ভাইকে দড়ি বেঁধে কুয়ো থেকে উদ্ধার করেন। স্থানীয় চিকিৎসককে সেখানে নিয়ে আসা হলে ওই চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
প্রতিবেশীরা জানায়, নিতাইবাবুর ২টি নাবালক ছেলে রয়েছে। পূর্ণচন্দ্রবাবুরও রয়েছে ১ ছেলে ও ১ মেয়ে। সন্তানদের নিয়ে সঙ্কটে নিমজ্জিত হল পরিবার দুটি। যদিও পাশে থাকার বার্তা দিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।