নিউজপিডিয়া ডেস্ক: মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য জুড়ে বেআইনি অস্ত্র ও বোমা উদ্ধারে তৎপর পুলিস। জেলায় জেলায় চলছে অভিযান। মালদহে এবার আগ্নেয়াস্ত্র-সহ ধরা পড়ল দুই তৃণমূলকর্মী। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল হরিশ্চন্দ্রপুরে।
পুলিস সূত্রে খবর, ধৃতরা হল রুহুল আমিন ও রহম আলী। দু’জনেই হরিশ্চন্দ্র থানার এলাকারই বাসিন্দা। রহুলের বাড়ি স্থানীয় মালিওর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের হরকাবাথান এলাকায়, আর রহমতের পশ্চিম বেলশুর এলাকায়। গতকাল, মঙ্গলবার রাতে মালিওর গ্রাম পঞ্চায়েতের কাটামুনি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। ধৃতদের কাছে পাওয়া গিয়েছে একটি 9 MM পিস্তল ও ২ রাউন্ড গুলি।