নিউজপিডিয়া স্পোর্টস ডেস্ক: আজ, রবিবার বড়শুল নজরুল সংঘ এবং মহামেডান স্পোর্টিং ক্লাবের অফিসিয়াল ফ্যান ক্লাব ‘ব্ল্যাক প্যান্থার্স ফ্যান ক্লাব’ এর যৌথ উদ্যোগে আয়োজিত ৫০ তম বর্ষ ফুটবল মহোৎসব এর সমাপ্তি ঘটলো। এই ফুটবল মহোৎসবকে কেন্দ্র করে শীত বস্ত্র বিতরন এবং স্থানীয় হাসপাতালে রুগীদের মধ্যে ফল বিতরনও করা হয়। উল্লেখ্য চলতি বছরের ২৩ জানুয়ারি এই প্রতিযোগিতা শুরু হলেও, আজই ছিল তার চূড়ান্ত দিন।
এদিন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক মাননীয় নিশীথ মালিক মহাশয় এবং অন্যতম অতিথি হিসাবে মহামেডান স্পোর্টিংয়ের ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাসের আসার কথা থাকলেও, বিশেষ কাজের জন্য তিনি অনুপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন ব্ল্যাক প্যান্থার্স অফিসিয়াল ফ্যান ক্লাবের সভাপতি রহিম আলি, সম্পাদক মাকসুদ আলম, কনভেনর সাহারুল মোল্লা, সদস্য মিরাজ আলি’রা।
স্থানীয় নিশীথ মালিক বলেন, “দীর্ঘ ৫০ বছর ধরে চলা এই অনুষ্ঠানে থাকতে পেরে আমি গর্বিত। বাংলার ফুটবলের উন্নতিতে আমি সব রকম ভাবে সাহায্য করতে প্রস্তুত।” অফিসিয়াল ফ্যান ক্লাবের সভাপতি রহিম আলি বলেন, “আমরা আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরুর আগে থেকেই এরকম কর্মকান্ড করে চলেছি এবং আগামীতেও ফুটবল এবং মানবতার কল্যানে ব্ল্যাক প্যান্থার্স অফিসিয়াল ফ্যান ক্লাব সবসময় অগ্রনী ভূমিকা পালন করবে।”
অনুষ্ঠানের পৃষ্ঠপোষক তহিদুল ইসলাম বলেন, “করোনা আবহে আমার এলাকার মানুষ হাসতে ভুলে গেছিল, এই ফুটবল মহোৎসবকে কেন্দ্র করে সকলের মুখে হাসি দেখতে পেলাম।” সত্যিই গ্রাম বাংলার মানুষ যে কতটা ফুটবল পাগল তা আজ আবারও একবার প্রমান হয়ে গেল। প্রায় এক লক্ষ জন সমাগম এদিন পরিলক্ষিত হয়।