সোমনাথ দত্ত ,মালবাজার: মালবাজার ব্লকের বাগরাকোট গ্রাম পঞ্চায়েত অধীন এলেনবাড়ি এলাকায় ৩১ নং জাতীয় সড়কে দুটি ছোট গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত হল তিন জন। তার মধ্যে মালবাজারের বিডিও শুভদীপ দাসগুপ্তের আঘাত গুরুতর। আহত বিডিও কে প্রথমে ওদলাবাড়ির মালবাজার ব্লক হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়। আঘাত গুরুতর থাকায় বিডিও শুভদীপ দাশগুপ্তকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে তিনি শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বর্তমানে তার অবস্থা স্থিতিশীল বলে জানাগেছে। স্থানিয় সুত্রে জানা গেছে বৃহস্পতিবার সকাল ১০.৩০ মি. নাগাদ শিলিগুড়ির দিক থেকে একটি ছোটি গাড়িতে মালবাজারের কর্মস্থলে আসছিলেন বিডিও শুভদীপ বাবু। সেই সময় এলেনবাড়ি চাবাগান এলাকায় ৩১ নং জাতীয় সড়কে উল্টো দিক থেকে আর একটি ছোট গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় বিডিও র গাড়িটির । সংঘর্ষের ফলে বিডিও র গাড়ি রাস্তা থেকে কার্লভার্টের নিচে গিয়ে পড়ে। এরপর বিডিও সাহেবকে দ্রুত উদ্ধার করে ওদলাবাড়ির মালবাজার ব্লক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা করা হয়। অন্য গাড়িটি আসামের দিক থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিলো। সেই গাড়িতে তিনটি শিশু সহ ছয় জন ছিলেন। তাদের মধ্যে দুজনের সামান্য আঘাত লেগেছে বলে জানা গেছে। বিডিও সাহেবের গাড়ির চালকেরও সামান্য আঘাত লাগে। খবর পেয়েই ঘটনাস্থলে আসে মালবাজার থানার পুলিশ। হাসপাতাল সুত্রে জানা গেছে বিডিও শুভদীপ বাবুর নাকে এবং মুখে আটটি সেলাই পড়েছে।