নিউজপিডিয়া ডেস্ক: উড়ান দেওয়ার কিছুক্ষণের মধ্যেই এয়ারস্ট্রিপে ভেঙে পড়ল প্রশিক্ষণের একটি বিমান। ওড়িশার দুর্ঘটনায় প্রশিক্ষক পাইলট এবং প্রশিক্ষণপ্রাপ্ত পাইলট উভয়েরই মৃত্যু হয়েছে। তাঁদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
ধেনকেনালের পুলিশ সুপার অনুপমা জেমস বলেন, “সকাল সাড়ে ৬টা নাগাদ গভর্নমেন্ট অ্যাভিয়েশন ট্রেনিং ইনস্টিটিউটের এফএ-১৫২ ভিটি-ইএনফ বিমানটি উড়ার কিছুক্ষণ পরই ভেঙে পড়ে। ওড়ার কিছুক্ষণ পর কোনও ত্রুটির কারণে এমন হতে পারে। প্রশিক্ষক পাইলট সঞ্জয় কুমার ঝা এবং প্রশিক্ষণপ্রাপ্ত পাইলট আনিস ফতিমা দুজনেই মারা গিয়েছেন। নিকটবর্তী কামাখ্যানগরে সাব ডিভিশনাল হাসপাতালে উভয়কে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।” তিনি আরও জানিয়েছেন, মৃত সঞ্জয় কুমার ঝা বিহারের বাসিন্দা এবং আনিস ফতিমা ছিলেন তামিনলাড়ুর বাসিন্দা।
উল্লেখ্য, ওড়িশার ১৯ টি এয়ারস্ট্রিপের মধ্যে অন্যতম হল বিরাসলা’য় বাণিজ্যিক উড়ানের হবু পাইলটরা প্রশিক্ষণ নিয়ে থাকেন। লকডাউনের জেরে বন্ধ থাকা এয়ারস্ট্রিপটি ১ জুন পুনরায় চালু হয়েছিল। আর ঠিক ৮ দিনের মাথায় দুর্ঘটনা ঘটল। এ পর্যন্ত সেখানে ৯০ জন থাকতেন। তাঁদের মধ্যে ৩৬ জন ছিলেন প্রশিক্ষণপ্রাপ্ত পাইলট।