নিউজপিডিয়া ডেস্ক: দুই মাসের এক ছেলে শিশুকে ৪৫ হাজার টাকায় বিক্রি করার অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধান অভিযুক্ত হলেন সেই শিশুটির মা। তার স্বামী তাকে ছেড়ে চলে যাওয়ার পরে পরিবারের খরচ মেটাতে প্রতিবেশীদের কাছে বিক্রি করে দিয়েছিলেন তার সন্তানকে।
হবিবনগর পুলিশ শিশুটির মা এস জোয়া খানকে (২২) সুবহনপুরের নমপল্লী থেকে গ্রেফতার করে। ঘটনায় জড়িত আয়েশা জাবীন (২৮) নামের এক গৃহবধূকে চঞ্চলগুড়া থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি ওই শিশুটিকে ক্রয় করেছিলেন বলে জানা গেছে। এছাড়াও তার মা শামীম বেগম (৫০), শামীমের বোন সিরাজ বেগম (৫১) এবং মধ্যস্থতাকারী শেখ মোহাম্মদ (৩০) এবং তার স্ত্রী তাবাসসুমকে (২৫) গ্রেফতার করে।
গত ১১ই আগস্ট হবিব নগর পুলিশ নামপালির সুবহানপুরার দারুওয়ালা বার ও রেস্তোরাঁর ম্যানেজার আব্দুল মুজাহেদ (২৯) এর কাছ থেকে একটি অভিযোগ পেয়েছিল। অভিযোগে তিনি জানিয়েছিলেন, তার স্ত্রী মোহাম্মদ ও তাবাসসুম বেগমের কাছে তাদের দুই মাসের পুত্র সন্তানকে বিক্রি করেছেন প্রতিবেশীদের সহায়তায়। পুলিশ আপাতত জয়াকে হেফাজতে নিয়েছে। পুলিশি জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন যে তিনি তার ছেলেকে বিক্রি করেছেন।
হবিব নগর ইন্সপেক্টর পি শিবচন্দ্র জানিয়েছেন, ‘৩ আগস্ট মুজাহেদ তার সাথে ঘটা মনোমালিন্যর জন্য জয়া তাদের ছেলেকে নিয়ে এমএস মাখাতা’য় তার পিতামাতার বাড়িতে চলে যায়। সেইসময় জয়া নাকি মুজাহেদের আচরণে বিচলিত ছিলেন বলে জানা গেছে। নিজের এবং শিশুর যত্ন নেওয়ার জন্য প্রয়োজনীয় অর্থ না থাকায় তিনি তার ছেলেকে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছিলেন।’