শচীন দাস, ইসলামপুর: দাড়িভিট কাণ্ডে ছেলের মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের আশা নিয়ে পরিবর্তন যাত্রায় হাজির রাজেশ ও তাপসের মা। রাজ্য জুড়ে শুরু হওয়া বিজেপির পরিবর্তন যাত্রার মিছিল, সোমবার সেই পরিবর্তন যাত্রার রথ এসে পৌছালো ইসলামপুরে। সেই মিছিলকে স্বাগত জানাতে এবং ছেলের মৃত্যুর ঘটনায় সঠিক বিচার পাওয়ার আশায় ইসলামপুর বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় বিজেপির পথ সভায় উপস্থিত হয়েছিলেন রাজেশ ও তাপসের মা।

পরিবর্তন যাত্রার রথকে স্বাগত জানাতে সেখানে হাজির হন বিজেপির জেলা ও স্থানীয় নেতৃত্বরা। পরিবর্তন যাত্রার রথের উপর দাঁড়িয়ে ছিলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ তথা কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী, বিজেপির জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী সহ অন্যান্য নেতৃত্বরা। তাঁদের বাদ্যযন্ত্র বাজিয়ে এবং পুষ্প বৃষ্টির মাধ্যমে স্বাগত জানানো হয়। পরিবর্তন যাত্রার মিছিল ও পথ সভাকে ঘিরে ইসলামপুর বাস টার্মিনাল এবং জাতীয় সড়কে ভিড় জমে বিজেপি সমর্থকদের। সেই ভিড় ও যানজট এড়াতে ইসলামপুর থানা ও ট্রাফিক পুলিশ মোতায়ন করা হয়। শেষে পথসভা শেষ করে ফিরে যাওয়ার সময় রাজেশ ও তাপসের মা ও বোনের সঙ্গে দেখা করেন সাংসদ দেবশ্রী চৌধুরী।