নিউজপিডিয়া ডেস্কঃ কার্শিয়াং ঘুরতে গিয়ে নিখোঁজ শিলিগুড়ির পাঁচ বন্ধু। এখনও পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়েছে দু’জনের নিথর দেহ। গতকাল সন্ধ্যায় কার্শিয়াং ঘুরতে যায় শিলিগুড়ির বাসিন্দা সুব্রত দাস, ঋষাভ দাস, অভ্র কমল কুন্ডু, বিক্রম দাস এবং রোনাল্ডো। তাঁদের মধ্যে চারজন শিলিগুড়ি রথখোলার বাসিন্দা। রোনাল্ডো এনজেপি-র বাসিন্দা। পাঁচ বন্ধু শিলিগুড়ি থেকে কার্শিয়াং ঘুরতে গিয়েছিল গাড়িত করে। কার্শিয়াং কাছাকাছি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি পাহাড়ি খাদে পড়ে যায়। ঘটনার খবর পেয়ে দমকল, পুলিশ এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে ছুটি যায়। তাঁদের উদ্ধারের চেষ্টা চালায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তিনজন নিখোঁজ এখনও। তাঁদের খোঁজ চলছে।