বাপি আকুঞ্জি , সন্দেশখালি: সন্দেশখালিতে আবার সিপিএম ও বিজেপি ছেড়ে সক্রিয় কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসের যোগ দান করল। উত্তর ২৪ পরগনা বসিরহাট মহকুমার সন্দেশখালি ২ ব্লকের কোড়াকাটি, খুলনা সন্দেশখালি, দূর্গা মন্ডপ এই চারটি গ্রাম পঞ্চায়েতের বিজেপির প্রাক্তন প্রধান, উপপ্রধান,নেতা-নেত্রী কর্মীসহ বেশকিছু সিপিএম সমর্থক মিলে প্রায় দু হাজার জন তৃণমূল কংগ্রেসে যোগদান করে। মঙ্গলবার ধামাখালিতে তাদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো , সন্দেশখালি বিধানসভা তৃণমূল কংগ্রেস পর্যবেক্ষক ও সভাপতি সেখ সাহাজাহান, উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য শিবপ্রসাদ হাজরা , হিঙ্গলগঞ্জের বিধায়ক ও কো-অর্ডিনেটর দেবেশ মন্ডল , উত্তর 24 পরগনা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ ফিরোজ কামাল গাজী সহ বেরমজুর অঞ্চলের প্রধান হাজী সিদ্দিক মোল্লা প্রমুখ।
২০২১ এর বিধানসভা নির্বাচনের আগে সন্দেশখালিতে বিজেপির এই বড়োসড়ো ভাঙ্গন তৃণমূল কংগ্রেসের বাড়তি অক্সিজেন যোগাবে বলে মনে করছে রাজনৈতিকমহল। সন্দেশখালির বিজেপি দলের নেত্রী প্রীতিলতা মন্ডল,শিবানী ,ভবেশ মন্ডলরা দল পরিবর্তন করে বলেন, বিজেপি দলে নিচু তলার নেতা-কর্মীর কোনো সম্মান নেই। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের উন্নয়নে এবং জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই অনুপ্রাণিত হয়েই তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। বিজেপির জনবিরোধী নীতি ও জঘন্য সাম্প্রদায়িক রাজনীতির জন্য আমরা তৃণমূল কংগ্রেস স্বেচ্ছায় যোগদান করেছি।
ওই নেতৃত্ব আরো বলেন, যেভাবে রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য ও সুন্দরবন বিস্তীর্ণ অঞ্চলে বিদ্যুৎ,পরিবহন রাস্তা, পাকা বাড়ি মানুষের কাছে পৌঁছে দিয়েছে তা বিগত কোন সরকার এই পরিষেবা দেয়নি। তাই তার উন্নয়নের শরিক হতে এবং মানুষের পরিষেবা দিতে দলবদল করেছি। আগামী ২০২১ এর নির্বাচনে সন্দেশখালি বিধানসভা জেতার মার্জিন বাড়িয়ে বিপুল ভোটে আবার তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে বলে আশাবাদী সন্দেশখালি বিধানসভা তৃণমূল কংগ্রেস কমিটি।