মুর্শিদাবাদ, ৪ জুলাই: শুক্রবার রাতে মুর্শিদাবাদের সুতিতে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু হল ২ জনের। আহত হয়েছেন আরও ৫ জন। পুলিশ জানিয়েছে, দেশি বোমা বাঁধতে গিয়ে সেগুলো ফেটে বিস্ফোরণ ঘটে।
মৃত দুই জনের একজন মাহারুল শেখ এবং অপর জন তাইফুল শেখ। জানা গেছে, মৃত উভয়েই মাঝ বয়সী। ঘটনায় আহতদের সাবডিভিশনাল হাসপাতালে ভর্তি করা হয়। তবে তাদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ জানিয়েছে, যে বাড়িটিতে বোমা বানানোর কাজ চলছিল সেটি বিস্ফোরণের ফলে একপ্রকার ভেঙে পড়েছে। জখমদের মধ্যে একজনের অবস্থার অবনতি হওয়ায় তাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পুলিশ বিভিন্ন তথ্যের জন্য স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করছে।
জেলার এক পুলিশ অফিসার জানিয়েছেন, আক্রান্তরা কেউ স্থানীয় নয়। তাদেরকে ওই কাজের জন্য বাইরে থেকে নিয়ে আসা হয়েছিল। তবে কোথা থেকে তাদের আনা হয়েছে, তাদের সমর্থনে কারা রয়েছে সেসব কিছুই জানা যায়নি। পুলিশ এই বিষয়ে তদন্ত করছে বলে জানিয়েছে।