সোমনাথ দত্ত, মালবাজার: কালিম্পং জেলার বালুখোলার কাছে সেভক রংপো রেল লাইনের কাজ চলছে অনেকদিন ধরেই আর আই সি ও এন এর অধীনস্ত মেসার্স আই টি ডি সি এল ঠিকাদারের অধীনে। বৃহস্পতিবার রাত সাড়ে দশটা নাগাদ হঠাৎই পাহাড়ের ধাবমান পাথর ও কাদামাটি ধসে পরে কর্মরত সাতজন শ্রমিকের উপর।
খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন মইলী আউটপোষ্টের ওসি সহ পুলিশ কর্মীরা। কাঁদামাটি চাপা পড়া শ্রমিকদের বের করে আনা হয় এবং পাঠানো হয় কালিম্পং জেলা হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুইজন শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানান। আহত দুইজনকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। সামান্য আঘাত সহ তিনজন বর্তমানে কালিম্পং জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত দুইজন হলেন সালকু মুর্মু (৩১) ও নিরেশ সোরেন(২৭), নিহত দুজন ঝারখন্ড রাজ্যের বাসিন্দা। ঘটনায় আহতরা হলেন সুফল হেমব্রম (৩৬), সুকেশ্বর সিং(৩৮), ঠাকুর দাস (৩৫),অশোক সিং (৩৮), এরা সকলেই ঝারখন্ডের বাসিন্দা বলে জানা গেছে। আহতদের মধ্যে কুন্দন সিং (৩০) বিহারের ছাপড়ার বাসিন্দা। নিহত দুইজন টানেলের উপরে বুমার ড্রিলিং মেসিনে কাজ করছিলেন এবং অন্য পাঁচ শ্রমিক নীচে কাজ করছিলেন।
দেওয়ালের নিকটে থাকার জন্য পাথর ও কাঁদামাটির ধস সরাসরি দুইজনের উপর পড়ায় তাঁদের মাটি চাপা পড়েই মৃত্যু হয়, অন্যরা নীচে থাকায় সামান্য আহত হয়েছেন। ঘটনার পর টানেলের কাজ বন্ধ রয়েছে।