সোমনাথ দত্ত, মালবাজার: মালবাজার ব্লকের বাগরাকোটের মিনা মোড় সংলগ্ন এলাকায় ৩১ নং জাতীয় সড়কে এক দুর্ঘটনায় মৃত্যু হলো দুই যুবকের। বুধবার রাত ৯ টা নাগাদ ঘটনাটি ঘটে। মালবাজার থানার পুলিশ সূত্রে জানা গেছে, মৃত দুই যুবকের নাম বিশাল ছেত্রী (২৪)ও বিজয় ছেত্রী (২৫)। প্রসঙ্গত জানা গেছে বিজয় ছেত্রী সেনাবাহিনীতে কর্মরত, তিনি ওদলাবাড়ির বাসিন্দা। বিশালের বাড়ি ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের তুড়িবাড়ি এলাকায়।
দুর্ঘটনা প্রসঙ্গে জানা গেছে, দ্রুতগতির কোনো বড় গাড়ির ধাক্কায় মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। ঘাতক গাড়িটি শিলিগুড়ির দিকে পালিয়ে গিয়েছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে এবং ঘাতক গাড়ি ও তার চালকের খোঁজ শুরু করেছে মালবাজার থানার পুলিশ।