নিউজপিডিয়া ডেস্ক: মাল বােঝাই লরির সঙ্গে মােটর বাইকের মুখােমুখি সংঘর্ষে মৃত্যু হল দুজন যুবকের। শুক্রবার ঘটনাটি ঘটে এগরার বোস পাড়ায়। মৃত দুই যুবকের নাম নন্দন পাত্র(২৭) , বাড়ি এগরা পুরসভার ২নং ওয়ার্ডের উলিপুর এলাকায়, অপর আর এক যুবক হল মিলন দাস(২৫),তার বাড়ি পটাশপুর থানর বড় কামড়দা এলাকায় ।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন দুপুর ২.৩০টা নাগাদ এগরার বসিন্দা নন্দন পাত্রের গাড়িতে বসে পটাশপুর থেকে এগারায় কাজে এসেছিল মিলন দাস।এরপর পটাপুর থেকে এগরা-বাজকুল রাজ্য সড়ক ধরে মােটর বাইকে করে এগরা আসার সময় হঠাৎই এগরা থানার বােসপাড়া এলাকয় এসে পৌঁছল উল্টো দিক থেকে আসা একটি মাল বােঝাই লরির সাথে বাইকের মুখােমুখি সংঘর্ষ হয়।
এরপর ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই দুই যুবকের এই ঘটনার জেরে প্রায় ৩০ মিনিট খানেক রাজ্য সড়ক অবরূদ্ধ হয়ে পড়ে। এই ঘটনার খবর
পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এরা থানার পুলিশ।এরপর পুলিশ এসে ঘটনাস্থল থেকে দেহ গুলিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। লরির চালক পলাতক ঘাতক গাড়িটিকে আটক করে এগরা থানার পুলিশ।
স্থানীয়দের অভিযোগ, এই বোসপাড়া এলাকায় মােড়ের মাথায় প্রায় বড়সড় দুর্ঘটনা ঘটে চলেছে, মৃত্যু হয়েছে একাধিক জনের ।কিন্তু প্রশাসন সবকিছু দেখেও কোনাে পদক্ষেপ নিচ্ছেন না। তাই প্রশাসনের কাছে আমাদের অনুরোধ খুব শ্রীঘ্রই যাতে এই এলাকার রাস্তার টার্নিং মােড়ে যাতে ২টি ব্যারিকেড বসানাে হয় ও তার দ্রুত ব্যবস্থা করা হয়। না হলে এই এলাকায় প্রতিনিয়ত এমনই দুর্ঘটনা ঘটতে থাকবে বলে মনে করছেন স্থানীয়রা।