নিউজপিডিয়া ডেস্ক: মুম্বাইয়ের মিম দলের এক সাংসদের পর এবার রাম মন্দিরের শিল্যান্যাসে নিয়ে প্রতিক্রিয়া জানালেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। দেশজুড়ে করোনা সংক্রমণের মাঝেই রাম মন্দিরের ভূমি পুজোর আয়োজন নিয়ে প্রশ্ন তুলে দিলেন ঠাকরে৷ ভক্তদের ভিড়ে করোনা ভাইরাসের প্রকোপ আরও বৃদ্ধি পাবে বলেই তাঁর এমন প্রতিক্রিয়া।
মন্দির চত্বরে শারীরিকভাবে উপস্থিত না থেকে পুরো কার্যক্রম অনলাইনে সম্প্রচার করার পক্ষে মত জানিয়েছেন তিনি। লক্ষ লক্ষ ভক্ত যদি ভূমি পুজো দেখতে ভিড় করলে প্রশাসন কেমন করে সামাল দেবে বলে প্রশ্ন তোলেন তিনি। আর এর মাধ্যমে আমরা করোনা মহামারি ছড়িয়ে দেওয়ারই অনুমতি দিচ্ছি বলেও তিনি মন্তব্য করেন।
দলীয় মুখপত্র ‘সামনা’য় দেওয়া এক সাক্ষাৎকারে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বলেন, “ভূমি পুজোর অনুষ্ঠান অনলাইনে দেখানো যেত৷ ভিডিও কনফারেন্সের মাধ্যমে সকলেই ঘরে বসেই যোগ দিতে পারতেন৷ এমন একটা অনুষ্ঠানে লক্ষ লক্ষ ভক্ত অংশগ্রহণ করতে চাইবেন৷ তবে কি দেশে করোনা ভাইরাস ছড়ানোর অনুমতি দেওয়া হচ্ছে?”- প্রশ্ন তোলেন তিনি।’
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী আরও বলেন যে, “করোনা ভাইরাসের সঙ্গে লড়াইয়ের সময় যে কোনও ধরণের ধর্মীয় সমাবেশ নিষিদ্ধ৷ অযোধ্যায় আমি গেলেও লক্ষ লক্ষ রাম ভক্তের কি হবে? করোনা অতিমারির কথা ভেবেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই পুজোর আয়োজন করা যেতেই পারে ভক্তদের জন্য৷”
উল্লেখ্য, আগামী ৫ আগস্ট রাম মন্দিরের নির্মাণ কাজের শিলান্যাস হওয়ার কথা রয়েছে৷ সেই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পুজোতে উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে৷ উপস্থিত থাকার কথা রয়েছে মুখ্যমন্ত্রীদেরও।