নিউজপিডিয়া প্রতিবেদকঃ মাদ্রাসার মাধ্যমিক সমতুল্য আলিম পরীক্ষায় আশানুরূপ ফল না আসায় মন খারাপ করেছিলেন ঘনিষ্ঠদের অনেকেই। তারপরেই চ্যালেঞ্জ করে এক বন্ধুর ডায়েরিতে লিখে দিয়েছিল ফাদ্বিল (উচ্চমাধ্যমিক) পরীক্ষায় মাদ্রাসায় প্রথম হয়ে দেখাবে। বাস্তবে ঘটলোও তাই। তবে শুধু মাদ্রাসা নয়, বোর্ডের মধ্যে যুগ্মভাবে প্রথম হলো ফুরফুরা পীর পরিবারের ছেলে ফুরফুরা ফতেহিয়া সিনিয়র মাদ্রাসার ছাত্র উজাইর সিদ্দিকি। তার প্রাপ্ত নম্বর ৫৫৪।
তবে শুধু পড়াশোনা নয়, লেখালেখি ও বক্তব্য প্রদানেও তার সুখ্যাতি রয়েছে। ধর্ম, সমাজ, রাজনীতি নিয়ে ফেসবুকে নিয়মিতই লেখালেখি করে সে। ফুরফুরার পীর পরিবারের সদস্য বিভিন্ন প্রোগ্রামে বক্তা হিসেবেও উপস্থিত থাকে। ধর্মতাত্ত্বিক বিষয়ে খুব শীঘ্রই বই প্রকাশ করার ইচ্ছে বলেও নিউজপিডিয়ার প্রতিবেদককে জানিয়েছে সে।
পড়াশোনার পাশাপাশি এত কিছু করো কি করে? প্রশ্নের উত্তরে উজাইর জানায়, “দুনিয়ার সমস্ত জ্ঞান ভাণ্ডারের একটা ক্ষুদ্র অংশ পাঠ্যবই। সে কারণে আমি জ্ঞান অর্জন করার চেষ্টা করি। এভাবেই পাঠ্যবইয়ের অনেকটা পড়াই তৈরি হয়ে যায়।“
উজাইর জানায়, সে সাধারণত পাঠ্যবইয়ের বাইরের ধর্মতাত্ত্বিক বইগুলোই বেশিরভাগ সময় পড়ে। ভোরবেলা ঘুম থেকে ওঠার পর এরকমই কোনো বই নিয়ে বসে। এ বই গুলো থেকেই পরীক্ষায় লেখার মতো রসদ সে পেয়ে যায়। আর মূলত রাতে কোনো কোনো দিন পাঠ্যবই নিয়ে বসে।
তার এই ফলাফলে পরিবার, শিখমণ্ডলীসহ খুশি এলাকাবাসীরাও। শুভেচ্ছা পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও।
২ বছর আগের বন্ধুর ডায়রিতে লিখেছিল “আমি মোঃ উজাইর সিদ্দিকী সজ্ঞানে চ্যালেঞ্জ করলাম, আমার ফাজেল সেন্টার পরীক্ষায় ফুরফুরা সিনিয়র মাদ্রাসার সমস্ত ছাত্রের থেকে নম্বর বেশী তুলব।“ ডায়রির সেই পাতাটি আজ ফেসবুকে পোষ্ট করেছে বন্ধু দীন মোহম্মদ। এই বিষয়ে প্রশ্ন করা হলে উজাইর জানায়, ওটা অনেকটা মজা করেই করেছি। আলিম পরীক্ষায় মনমতো ফল হয়নি বলে বন্ধু একটু বকা দিয়েছিল। তারপরেই বন্ধুকে কথা দিয়েছিলাম ভালো ফল করবো। তবে রাজ্যে প্রথম হবো এমন কোনো পরিকল্পনা ছিল না।