নিজস্ব সংবাদদাতা, দিনহাটা: গীতালদহ ৯০ নং ব্যাটেলিয়ান বিএসএফ ক্যাম্প পরিদর্শন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক। শনিবার দুপুরে দিনহাটা ১ নং ব্লকের গীতালদহ এক নং গ্রাম পঞ্চায়েতের ৯০ নং ব্যাটেলিয়ানে বিভিন্ন বিএসএফ ক্যাম্প পরিদর্শন করেন।
এদিন ক্যাম্প পরিদর্শনের সাথে সাথে ক্যাম্প পরিদর্শনের সময় বিএসএফের আধিকারিকদের সঙ্গে সীমান্তের বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘক্ষন আলোচনা করে। এরপর সীমান্ত এলাকা গুলিতে ঘুরে দেখার সময় ঘড়ি দেখার সময় স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলেন। তবে সীমান্ত এলাকা ঘুরে দেখা নিয়ে সংবাদ মাধ্যমে কোন রকম প্রতিক্রিয়া দেননি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক।