পবিত্র বর্মন, শিলিগুড়ি: কোচবিহারে সরকারি অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে শিলিগুড়ির ইসকন মন্দিরে পুজো দিলেন মন্ত্রী। জানা গেছে, এদিন বাগডোগরা বিমানবন্দরে নেমে সোজা শিলিগুড়ির ইসকন মন্দির চলে যান মন্ত্রী। সেখানে পুজো দিয়ে মন্দির চত্ত্বর ঘুরে দেখেন।

এদিন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ সিংয়ের সঙ্গে ছিলেন শিলিগুড়ি বিজেপি সাংগঠনিক জেলার সভাপতি প্রবীণ আগরওয়াল, জেলা সম্পাদক আনন্দময় বর্মন সহ স্থানীয় বিজেপি নেতৃত্বরা। উল্লেখ্য কোচবিহারে তিনদিনের সাংস্কৃতিক মহোৎসবে যোগ দিতে আজকেই শহরে আসছেন রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকর।