রাহুল বাগ, ঝাড়গ্রাম: সূবর্নরেখা পার্শ্ববর্তী খালে অজ্ঞাত পরিচিত যুবকের মৃতদেহ ঘিরে চাঞ্চল্য। সম্প্রতি দেখা গেছে ভিন রাজ্যের করোনা রোগীর দেহ নদীতে ভেসে আসতে। এক্ষেত্রে ও এ রকম কোনো ঘটনা কিনা তা নিয়ে আতঙ্ক ছড়িয়েছে। অপরদিকে খুন করে ভাসানো হয়েছে কিনা সেটাও তদন্ত শুরু করেছে পুলিশ।
গোপীবল্লভপুর ২ নং ব্লকের ভামাল এলাকার সাঁকো খালে ভেসে আসে মৃত দেহ টি। খাল টি ঝাড়খন্ড থেকে এসে গোপীবল্লভপুরে সুবর্নরেখা নদী তে মিশেছে। শুক্রবার সকালে গ্রামবাসীরা মৃত দেহ দেখতে পেয়ে বেলিয়াবেড়া থানায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়।
মৃতদেহ ঘিরে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। ইতিমধ্যে পাশ্ববর্তী ঝাড়খণ্ড রাজ্যের কুমারডুবি গ্রামে গত তিন দিন ধরে নিখোঁজ এর খবর এসে পৌছেছে পুলিশের কাছে। তার পরিবারের লোকদের ও দেহ সনাক্ত করার জন্য ডাকা হয়েছে। ঘটনা যাই হোক ঝাড়খন্ড থেকে আসা এই খালের জলে মৃতদেহ কে ঘিরে আতঙ্কিত এলাকার মানুষ জন।