নিউজপিডিয়া ডেস্ক: দৈনিক করোনা আক্রান্ত রোগীর সংখ্যায় বিশ্বের অন্যান্য দেশকে পিছিয়ে ফেলে পয়লা নম্বরে পৌঁছেছে ভারত। প্রায় বিনা চিকিৎসায় রোজ প্রাণ হারাচ্ছেন মানুষ। অক্সিজেনের জন্য মানুষের হাহাকার আন্তর্জাতিক মিডিয়ায় গুরুত্ব পেয়েছে। শ্মশানে জায়গা না থাকায় ফুটপাতে মৃতদেহ পোড়াতে হচ্ছে। অথচ এই সময় এ দেশে রমরমিয়ে চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। এই পরিস্থিতিতে প্রভাবশালী সংবাদপত্র দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস অভিনব সিদ্ধান্ত নিয়েছে। IPL সংক্রান্ত খবরের প্রকাশ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই সংবাদপত্রের তরফে।
সম্পাদকের একটি বিবৃতিতে বলা হয়েছে, “খেলা নিয়ে সমস্যা নেই। কিন্তু মূল সমস্যা এর সময়কাল নিয়ে। ক্রিকেটকেও স্বীকার করতে হবে যে আমরা এক অভূতপূর্ব পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। এই পরিস্থিতিতে দ্য নিউজ ইন্ডিয়ান এক্সপ্রেস IPL এর কাভারেজ করা থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া অবধি এই নিয়ম বলবৎ থাকবে।”
On the front page of @NewIndianXpress, a decision to stop covering #cricket during the pandemic. "In such a tragic time, we find it incongruous that the festival of cricket is on in India… This is commercialism gone crass. The problem is not with the game but its timing." pic.twitter.com/ftT2s39mLB
— Rohini Mohan (@rohini_mohan) April 25, 2021