সুকুমার দাস, দক্ষিণ ২৪ পরগনা: এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ালো। ঘটনাটি ঘটেছে, দক্ষিণ ২৪ পরগনার নোদাখালী থানার অন্তর্গত দেউলী গ্রামে। স্থানীয়দের দাবি পারিবারিক বিবাদের জেরে এই ঘটনা। সূত্রের খবর, ভিন রাজ্যের বাসিন্দা ওই যুবক- যুবতী বেশ কিছুদিন আগে নিজেদের বাড়ি ছেড়ে পালিয়ে এসে বিয়ে করে বসবাস করতে থাকে। গৃহবধূর নাম খুশবু বিবি। বয়স ১৮ বছর। নোদাখালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১৯ বছর বয়সী অভিযুক্ত স্বামী চাঁদ মোহাম্মদকে আটক করেছে। পুরো ঘটনাটির তদন্ত শুরু করেছে নোদাখালি থানা পুলিশ।