নিউজপিডিয়া আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে, অন্যান্য দেশগুলির তুলনায় আমেরিকা কোভিড -১৯ মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে ‘খুব ভাল’ কাজ করছে, যখন ভারত এই রোগের সাথে লড়াই করায় ‘চরম সমস্যা’র সম্মুখীন হচ্ছে এবং চীন এই রোগের সংক্রমণে ‘বিস্তীর্ণ বিস্ফোরণ ঘটিয়েছে।’
মঙ্গলবার ভারতে করোনা আক্রান্ত এর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮,৫৫,৭৪৫ জন। মঙ্গলবার একদিনে সংক্রমিত হয়েছে ৫২,০৫০ জন। সোমবার এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের বলেন, “আমি মনে করি আমরা খুব ভাল কাজ করছি। বৃহত্তর দেশগুলির তুলনায় মার্কিন যুক্তরাষ্ট্র করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে অনেক ভাল কাজ করছে।”
এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন যে “ভুলে যাবেন না, আমরা ভারত ও চীন বাদে – অনেক বড়। চীন এখনও বিশাল উদ্দীপনার মধ্যে রয়েছে। ভারতও একটি বিশাল সমস্যায় রয়েছে। অন্য দেশগুলিও সমস্যার সম্মুখীন হচ্ছে।” তিনি আরো বলেন, “আমি দেখেছি যে দেশ ভেবেছিল তারা মহামারি কাটিয়ে উঠেছে, সেই দেশেও পুনরায় সংক্রমণ ছড়িয়েছে।”
তিনি বলেন, “কোনো দেশে এখনো সংক্রমণ বন্ধ হয়নি। আমরা ৬০ মিলিয়ন মানুষের করোনা টেস্ট করিয়েছি। কোনো দেশই এখন পর্যন্ত এরকম করতে পারেনি।”