শচীন দাস, ইসলামপুর: জাতীয় সড়কে সাইকেল চালিয়ে অভিনব কায়দায় পেট্রোপণ্য ও গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানালেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়াল। তার সাথে প্রতিবাদ জানাতে রাস্তায় নামেন তৃণমূলের অন্যান্য কর্মী সমর্থকরা। দিনের পর দিন যেভাবে পেট্রোপণ্য ও গ্যাসের মূল্যবৃদ্ধি হচ্ছে তার ফলে সাধারণ মানুষের সমস্যার সীমা নেই। এরই প্রতিবাদে শনিবার ইসলামপুর ট্রাক স্ট্যান্ড থেকে বাস টার্মিনাস পর্যন্ত সাইকেল চালিয়ে অভিনব কায়দায় প্রতিবাদ জানাতে দেখা গেল জেলা সভাপতি সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য কর্মী সমর্থকদের। এরপর ইসলামপুর টাউন তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বাস টার্মিনাসে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। এই বিক্ষোভ সমাবেশে পেট্রোল, ডিজেল ও গ্যাসের মূল্যবৃদ্ধির কারণে বিজেপি সরকারের বিরুদ্ধে আওয়াজ তোলেন কানাইয়ালাল সহ তৃণমূলের অন্যান্য নেতারা।