শচীন দাস, ইসলামপুর: নতুন সরকার এলে ইসলামপুরকে জেলা ঘোষণা করা হবে, উত্তরবঙ্গ উৎসবে এসে এমনই বললেন পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী তথা গোয়ালপোখর এর বিধায়ক গোলাম রাব্বানী। তিনি আজ ইসলামপুর হাই স্কুলের প্রাঙ্গণে উত্তরবঙ্গ উৎসবের সূচনা করেন। উপস্থিত ছিলেন বিধায়ক গোলাম রাব্বানী তথা মন্ত্রী, ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক রজত রঞ্জন দাস , উত্তর দিনাজপুর জেলা পরিষদের সহ-সভাপতি ফারাহাত বানু, অতিরিক্ত মহকুমাশাসক মহম্মদ ওয়াসি উল্লা সহ ইসলামপুর হাইস্কুলের প্রধান শিক্ষক সেলিম উদ্দিন সহ বিশিষ্ট সমাজসেবী জাভেদ আখতার ও বিভিন্ন আধিকারিকরা। দু’দিন ধরে এই উত্তরবঙ্গ উৎসব পালন করা হবে।

গোলাম রাব্বানী বলেন, এই উৎসব জেলার দুটি স্থানে পালিত হচ্ছে, ইসলামপুর ও রায়গঞ্জ। নাচ-গানের মধ্যে দিয়ে উত্তরবঙ্গ উৎসব এর সূচনা হয়। তাঁর কথায়, নতুন সরকার এলে নিশ্চিত জেলা হবে। আজ, মঙ্গলবার প্রদীপ জ্বালিয়ে ইসলামপুরের এই উত্তরবঙ্গ উৎসবের শুভ সূচনা করলেন মন্ত্রী। তিনি জানান, কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী এর শুভ উদ্বোধন করে গিয়েছেন। আজ এবং কাল দুদিন ধরে উত্তর দিনাজপুর জেলায় এই উত্তরবঙ্গ উৎসব পালিত হবে।