বিশেষ প্রতিনিধি, কলকাতা: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। এবার তাতে যুক্ত হল আরও এক তৃণমূল কংগ্রেস বিধায়ক। সোমবার ভোর ৪ টে ২৬ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এগরার বছর ৭৭-এর বিধায়ক সমরেশ দাস। বর্ষীয়ান এই বিধায়কের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহলে।
সর্দি, জ্বর ইত্যাদি করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে গত ১৮ জুলাই তৃণমূল বিধায়ককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে শারীরিক পরীক্ষা করা হলে পরীক্ষার ফল কোভিড পজিটিভ ধরা পড়ে। সেই কারণে সেদিন রাতেই তাঁকে পাঁশকুড়ার মেচগ্রামে করোনা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু সেখানে শারীরিক অবস্থার অবনতি পরিলক্ষিত হলে তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
পরবর্তীতে ২৪ জুলাই আবারও কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত নিয়ে যাওয়া হয়েছিল শাসক দলের ওই বিধায়ককে। প্রবল শ্বাসকষ্ট, উচ্চ রক্তচাপ-সহ তাঁর অন্যান্য অসুস্থতাও ছিল বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ ভেন্টিলেশনে রাখার ব্যবস্থা করেছিল। তাতেও পরিস্থিতির উন্নতি হয়নি। শেষমেষ সোমবার ভোরে মৃত্যু হয় বিধায়কের।
উল্লেখ্য, তৃণমূলের ওই বিধায়ক বলাগেড়িয়া সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যানও ছিলেন। আবার এলাকায় কাজের মানুষ হিসেবেও জনপ্রিয়তা ছিল তাঁর। গত ২৪ জুন ফলতার ৬০ বছর বয়সী তৃণমূলের বিধায়ক তমোনাশ ঘোষের মৃত্যু হয়। তাছাড়া একাধিক বিধায়কের করোনা রিপোর্টেও পজিটিভ ধরা পড়ে।