নিউজপিডিয়া ডেস্কঃ মৈত্রী এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেসের পর এবার মিতালি এক্সপ্রেস। ঢাকা-জলপাইগুড়ির ট্রেনটির নাম ‘মিতালি এক্সপ্রেস’ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২৭ মার্চ স্বাধীনতার সুবর্নজয়ন্তী উপলক্ষ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ট্রেনটি উদ্বোধন করবেন।
রেল কর্তৃপক্ষ সূত্রে খবর, এই ট্রেনটি ভারত ও বাংলাদেশ থেকে সপ্তাহে দুদিন করে চলবে। ভারত থেকে রবিবার ও বুধবার এবং বাংলাদেশ থেকে সোমবার ও বৃহস্পতিবার চালানোর সিধান্ত নেওয়া হয়েছে। যদিও এটাই চূড়ান্ত সিদ্ধান্ত নয়। এছাড়াও তারা জানিয়েছেন, ২৭ মার্চ ট্রেনটি উদ্বোধন হলেও সেই দিন থেকেই হয়তো ট্রেন চলাচল করবে না। কারণ সেদিন থেকে ট্রেন চলাচল নিয়ে কিছু অনিশ্চয়তা দেখা যাচ্ছে। যেমন, করোনার পরিস্থিতির জন্য আপাতত বন্ধ আছে ভিসা। ফলে যাত্রী সংখ্যা নিয়ে চিন্তিত রেল কর্তৃপক্ষ। এছাড়াও ট্রেনে চড়ার জন্য কমপক্ষে ১০ দিন আগে থেকে টিকিট কাটতে হবে। কিন্তু এখনও ভাড়াই ঠিক না হওয়ায় সমস্যা দেখা দিয়েছে। এখনও পর্যন্ত ট্রেনটির নাম ঠিক হয়েছে মিতালি এক্সপ্রেস। ভারত এই নামে অনুমোদন দিলেই নাম চূড়ান্ত হয়ে যাবে।