নিজস্ব সংবাদদাতা, চোপড়া: ঘিরনিগাও গ্রাম পঞ্চায়েতের দোলাপাড়া গ্রামের রাস্তা সংস্কারের দাবি পূরণ না হওয়ার অভিযোগে এবার ভোট বয়কটের পোষ্টার ব্যানার টানিয়ে সরব হলেন দোলাপাড়া গ্রামের বাসিন্দারা। ঘিরনিগাও গ্রাম পঞ্চায়েতের দোলাপাড়া এলাকায় ভোট বয়কটের পোস্টার ব্যানার ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহিলে।
গ্রামবাসীদের সূত্রে জানা যায়, স্থানীয় লালবাজার থেকে দোলাপাড়া গ্রাম হয়ে আসারুবস্তি জালালউদ্দিন হাই মাদ্রাসা পর্যন্ত যাওয়ার রাস্তা সংস্কারের দাবি দীর্ঘদিনের। বারবার পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং ব্লক প্রশাসনকে জানানো সত্ত্বেও কোনও ব্যাবস্থা না নেওয়া হয়নি বলে দাবি স্থানীয়দের।
অন্যদিকে দোলাপাড়া গ্রাম থেকে দাসপাড়া রুটের রাস্তার একাংশ সংস্কারের দাবিও উঠেছে। বিশেষ করে প্রত্যেকবার বর্ষায় গ্রামবাসীদের পাশাপাশি পড়ুয়াদের চরম সমস্যার সম্মুখীন হতে হয় বলে অভিযোগ। যদিও স্থানীয় গ্রাম পঞ্চায়েত সূত্রে জানানো হয়েছে, ইতিমধ্যে দোলাপাড়া গ্রামে রাস্তার একাংশে কংক্রিটের কাজ হয়েছে। যদিও এই বক্তব্যকে আমল দিতে নারাজ গ্রামবাসীরা।