নিউজপিডিয়া ডেস্ক: সূর্যের চারপাশে বলয়। জ্যোর্তিবিদ্যার ভাষায় যাকে বলে ২২ ডিগ্রি হ্যালো রিং। মেঘে জমে থাকা বরফ কণার সাথে সূর্যের আলোর প্রতিবিম্বে তৈরি হয় এ দৃশ্য।
বিষয়টি ব্যাখ্যা করে বিজ্ঞানীরা বলেন, বায়ুমণ্ডলের স্ট্রাটোস্ফিয়ারে ছোট ছোট বরফকণা রয়েছে। সূর্যের আলো স্ট্রাটোস্ফিয়ারে পৌঁছানোর পর বরফে পড়ে তা প্রতিসরণ হয়। হ্যালো ২২ ডিগ্রি থেকে ৫০ ডিগ্রি পর্যন্ত হতে পারে। তবে ২২ ডিগ্রি হলেই এই বলয় সবচেয়ে উজ্জ্বল হয়। বায়ুমণ্ডলে জমে থাকা বরফ কণা থেকে প্রতিসরণ হওয়ায় বৃষ্টিরও সম্ভাবনা থাকে।
২২ ডিগ্রি হ্যালো একটি অপটিক্যাল ঘটনা যা আইসক্রিস্টাল হ্যালোস পরিবারের অন্তর্গত। সাধারণত, সূর্য বা চাঁদের চারপাশে প্রায় ২২ ডিগ্রির মধ্যে আপাত ব্যাসার্ধের একটি রিং। চাঁদের চারপাশে দৃশ্যমান হলে একে চাঁদের রিং বা উইন্টার হ্যালো বলা হয়। এটি সরাসরি সূর্যের আলো বা চাঁদের আলোকে বায়ুমণ্ডলের স্ট্রাটোস্ফিয়ারের লক্ষ লক্ষ হেক্সাগোনাল বরফের স্ফটিকগুলিতে প্রতিবিম্বিত হয়ে তৈরি হয়।
বিরল এই দৃশ্য যারা দেখেছেন তারা দারুণভাবে উচ্ছ্বসিত হয়ে উঠেন। অনেকেই মোবাইল ফোনে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছেন।