সোমনাথ দত্ত, মালবাজার: গত বৃহস্পতিবার রাতে আলিপুরদুয়ার থেকে শিয়ালদহ যাওয়ার সময় ডুয়ার্সের সেবক ও গুলমার রেল স্টেশনের মাঝে মহানন্দা অভয়ারণ্যের মধ্য দিয়ে যাওয়া রেল লাইনে একটি বুনো হাতি চলে আসলে রেলের দুই লোকো পাইলট এম কে পোদ্দার ও আশীষ রায় ট্রেনটির জরুরী ব্রেক কষে হাতিটির প্রাণ রক্ষা করে। তাদের এই প্রশংসনীয় কাজের জন্য আজ, রবিবার সকালে মালবাজার মাউন্টেন ট্রেকার্স ফাউন্ডেশন এর পক্ষ থেকে তাদেরকে স্বারক তুলে দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হয়।

এদিনের সংবর্ধনা জ্ঞাপনে উপস্থিত ছিলেন মাউন্টেন ট্রাকার্স অ্যাসোসিয়েশন এর সম্পাদক স্বরূপ মিত্ৰ সহ অন্যান্য ব্যাক্তি বর্গ। প্রসঙ্গত স্বরূপ মিত্র বলেন, “সংবর্ধনা জ্ঞাপনের মধ্য দিয়ে আমরা পরিবেশে ও বন্যপ্রাণ রক্ষার্থের বার্তাই সকলের নিকট তুলে ধরতে চাইছি। তাঁদের প্রচেষ্টাকে কুর্নিশ জানানো হয়েছে।”