ফিরোজ হক্, মেটেলী: দূষণের ফলে মানুষের মতোই বিপন্ন অবস্থা হয়ে পড়েছে পরিবেশের। ক্রমশ পরিবেশ ধ্বংসের দিকে যাচ্ছে। যদিও করোনা ভাইরাসের দরুণ লকডাউন ঘোষণার ফলে দূষণ অনেকটাই কমে গিয়েছে বলে অনুমান করা হচ্ছে।
এই পরিস্থিতিতে শুক্রবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে অভিনব উদ্যোগ গ্রহণ করলেন মেটেলীর একটি স্বেচ্ছাসেবী সংস্থা হেল্পিং হ্যান্ডস। এইদিন সংস্থার তরফ থেকে প্রায় ৩৫ টি গাছ গাছ লাগানো হয়। মেটেলীর হাসপাতাল, একাধিক স্কুল, মন্দির, পুলিশ স্টেশন, শ্মশানে বৃক্ষরোপণ করা হয়। পাশাপাশি সংস্থার তরফ থেকে পরিবেশ সচেতনতার জন্য ছাত্রছাত্রীদের বিষয়ভিত্তিক অনলাইন অঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করা হয়। সংস্থার তরফ থেকে রেজাউল ইসলাম সকলকে বৃক্ষরোপণ করার জন্য আহ্বান করেন।