ফিরোজ হক্, মেটেলী: লকডাউনের পরবর্তী সময় থেকেই বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা অসহায় মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বিভিন্নভাবে। অধিকাংশ স্বেচ্ছাসেবী সংস্থা প্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রদান করে অসহায়দের পাশে দাঁড়ালেও মহিলাদের কথা তেমনভাবে চিন্তাভাবনা করেনি কোনো সংস্থা। মহিলাদের স্বাস্থ্য সচেতনতার কথা মাথায় রেখে এক অভিনব উদ্যোগ গ্রহণ করলো মেটেলী বাজারের হেল্পিং হ্যান্ডস স্বেচ্ছাসেবী সংস্থা।
এই স্বেচ্ছাসেবী সংস্থার তরফ থেকে দুদিন ধরে মেটেলী বাজারের অসহায় মহিলাদের বাড়ি বাড়ি গিয়ে স্যানিটারি ন্যাপকিন সহ সাবান তুলে দেওয়া হয়। এই স্যানিটারি ন্যাপকিন বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্বে রয়েছেন সংস্থার দুই মহিলা সদস্যা, করিশমা দাস ও সবিতা সাহা। স্যানিটারি ন্যাপকিন প্রদানের সঙ্গে সঙ্গে সংস্থার তরফে স্বাস্থ্য সচেতনতার বার্তাও তুলে ধরা হয় অসহায় মহিলাদের কাছে। এই সংস্থার সদস্যরা নিউজপিডিয়াকে জানায়, “সকলের সহযোগিতা পেলে আমরা কিছুদিনের মধ্যে আবারও এই ধরনের উদ্যোগ গ্রহণ করে অসহায় মহিলাদের পাশে দাঁড়াতে পারবো।”