নিজস্ব সংবাদদাতা, কোচবিহার: রবিবার স্বেচ্ছাসেবী সংস্থা নিউ জেনারেশন ভলান্টিয়ার (NGV) এর তরফে চিলাপাতা সংলগ্ন এলাকায় স্থানীয় শিশুদের নিয়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। প্রায় ১৫০ শিশু এদিনের চিলড্রেন লিবারেশন ক্যাম্পে অংশ নেয়।
সংস্থার তরফে অভিজিৎ, শুভজিৎ, দেবযানী, পন্টিং, মৃগাঙ্ক, শুভম, রাজীব প্রমুখ শিশুদের বিভিন্ন সামগ্রী দান করেন। এদিন প্রায় ১৫০ শিশুকে প্রোটিন পাউডার, দুধ, পুষ্টিকর পানীয় সহ খাতা-কলমের মতো শিক্ষা সামগ্রীও দেওয়া হয়।