দ্বীপজয় বর্মন, তুফানগঞ্জ: তুফানগঞ্জ ৯নং বিধানসভা চামটা এলাকায় ৯/208 বুধে ইভিএম খারার থাকায় প্রায় দু’ঘণ্টা পর শুরু হলো ভোট গ্রহন। জানা যায় কেউ বা সকাল ছয়টা আবার কেউ বা ভোর পাঁচটায় এসে লাইনে দাঁড়িয়েছে ইভিএম মেশিন খারাপ থাকায় প্রায় দু’ঘণ্টা লাইনে দাঁড়ানোর ইভিএম মেশিন ঠিক হওয়ার পর শুরু হলো ভোটগ্রহণ।