বিষ্ণুপদ রায়, হলদিবাড়ি: কোচবিহার জেলার হলদিবাড়ি ব্লকের দেওয়ানগঞ্জ অঞ্চলে দীর্ঘ কয়েক বছর ধরে পানীয় জলের অপচয় দেখা যাচ্ছে। সারা বিশ্বের সরকার যখন জলের অপচয় বন্ধ করতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে, তখনই এক বৈচিত্র্যময় দৃশ্য দেখা গেল দেওয়ানগঞ্জের হাসপাতাল পাড়ায়।জানা গেছে, ২০১৫ সালে পিএইচই পরিস্রুত পানীয় জলের কল তৈরি হয়। কিন্তু স্টপকক না থাকার কারণে প্রতিদিন মাত্রাতিরিক্ত জল নষ্ট হচ্ছে। তাছাড়া দেওয়ানগঞ্জ অঞ্চলের হাসপাতাল পাড়া সহ বিভিন্ন জায়গায় পিএইচই পাইপ ফেটে যাওয়ার ফলে বিভিন্ন ভাবে নোংরা পাইপের মধ্যে প্রবেশ করে। এবং জলের কল দিয়ে সেগুলি বের হয়।
সেখানকার স্থানীয় বাসিন্দা দেবাশিষ রায়, সাহিন সরকার ও আলিমুল সরকার জানান, আমাদের পাশের অঞ্চলের সামান্য পানীয় জলের জন্য অনেকে দু কিলোমিটার দূর থেকে পিএইচই জল আনতে যায়, এবং কিছু মানুষ টিউবওয়েলের আর্সেনিকযুক্ত জল খেতেও বাধ্য হচ্ছেন। অন্যদিকে আমাদের অঞ্চলের বিভিন্ন জায়গায় পানীয় জল অপচয় হচ্ছে। এই বিষয়ে দেওয়ানগঞ্জ অঞ্চলের প্রধান ঝর্ণা রায় বসুনিয়া বলেন, আমি উচ্চ কর্তৃপক্ষকে বিষয়টি জানাবো।