নিজস্ব সংবাদদাতা, মেটেলী: মেটেলী ব্লকের বড়দিঘি চা বাগানে হাতির অত্যাচারে বিরক্ত হয়ে গিয়েছেন বাসিন্দারা। হাতির আক্রমণে ক্ষয়ক্ষতি যেন নিত্যদিনের ঘটনা। এমনকি এলাকার বেশ কিছু বাসিন্দা নিহতও হয়েছেন হাতির আক্রমণে। এবার সেই আক্রমণ থেকে কিছুটা হলেও রক্ষা পাবেন এলাকার বাসিন্দারা।
বাগানে এবার মাটিয়ালী বাতাবাড়ি ২ নং গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে চালু করা হলো ওয়াচ টাওয়ার। বাগানের ৯ বি সেকসন হাতিদের মূল করিডোর। এই এলাকা দিয়েই হাতিরা যাতায়াত করে। তাই রাজ্য সড়ক লাগোয়ে এই স্থানেই তৈরি করা হয়েছে ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ার তৈরিতে খুশি বাগানের স্থানীয় বাসিন্দারা। ওয়াচ টাওয়ার তৈরিতে এলাকায় হাতির আক্রমণ অনেকটাই কমবে বলে মনে করেছেন বাসিন্দারা।
উল্লেখ্য যে, দীর্ঘদিন ধরে এলাকার বাসিন্দারা ওয়াচ টাওয়ার তৈরির দাবি করে আসছিলেন।