রবিউল হোসেন: প্রাণঘাতী করোনা ভাইরাস নিয়ে চীন গোটা বিশ্বকে আগে সতর্ক করেনি তার ফলে গোটা বিশ্ব আজ বিপন্ন। যুক্তরাষ্টের এমন অভিযোগে ভিত্তিহীন বলে দাবী করে চীন বারবার বলে আসছে যে, তারাই সবার আগে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছে প্রাণঘাতী এই ভাইরাসের ব্যাপারে। তবে শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় সংবাদ সম্মেলনে চীনকে একহাত নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়ে দিল চীন নয়, তারাই প্রথম সতর্ক বার্তা দিয়েছে বিশ্বকে।
করোনা পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতি অভিযোগ তোলে প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভাইরাস সম্পর্কে সঠিক তথ্য সরবরাহ করতে পুরোপুরি ব্যর্থ। তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে চীনের হয়ে কাজ করার মত অভিযোগেও বিদ্ধ করেন। তবে ট্রাম্পের এই অভিযোগ কার্যত নৎসাত করে দেয় সংস্থাটি এদিনের জেনেভা সম্মেলনে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এদিন করোনা ভাইরাস সম্পর্কিত তাদের সতর্কতা নিয়ে একটি টাইমলাইন প্রকাশ করা হয়। তাতে জানানো হয় গত বছরের ৩১ ডিসেম্বর চিনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম কয়েকজন নিউমোনিয়া আক্রান্ত রোগীর খবর তাদের কাছে আসে। তবে কে বা কারা এই খবর দিয়েছিল এদিনের জেনেভা সম্মেলনে টা উল্লেখ করা হয় নাই। এছাড়াও এই বছরের ১ ও ২ জানুয়ারি করোনা ভাইরাস নিয়ে চীনের সরকারকে জেরা করে সংস্থাটি। শেষ পর্যন্ত ৩ জানুয়ারি চীন সরকার করোনা ভাইরাসের উপস্থিতি স্বীকার করে। এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইমার্জেন্সি বিষয়ের পরিচালক ডা. মাইক রায়ান বলেন, চীন কর্তৃপক্ষকে করোনার বিষয়ে বলা হলে তারা দ্রুত যোগাযোগ করে। এর পরেই সংস্থাটি গোটা বিশ্বকে সতর্ক করে দেয়।