নিউজপিডিয়া ডেস্কঃ কৃষি বিল প্রত্যাহারের দাবিতে হাড় কাঁপানো ঠান্ডায় দীর্ঘদিন ধরে চলছে কৃষকদের আন্দোলন। এই নিয়ে আগে ১১ বার কৃষকদের সঙ্গে কেন্দ্র আলোচনায় বসলেও তাতে কোনও লাভই হয়নি দুপক্ষের। তবে এবার প্রধানমন্ত্রীর বক্তব্যে সুর নরম হল কৃষকদের।
সোমবার রাজ্যসভায় রাষ্ট্রপতির স্বাগত ভাষণের পর ভাষণ দিতে গিয়ে আন্দোলনরত কৃষকদের উদ্দেশ্যে বলেন, “আন্দোলন শেষ করুন, একসঙ্গে বসে আলোচনা করে সমস্যা আমরা মিটিয়ে ফেলব।” ফসলের নূন্যতম দাম নিয়েও কৃষকদের আশ্বস্ত করে বলেন, “এমসিপি ছিল, আছে, থাকবে।” এদিন বক্তব্য রাখতে গিয়ে বিরোধীদেরও একহাতে নেন মোদী।

প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পরই ফের আলোচনায় বসতে রাজি হয় কৃষক সংগঠনগুলি। এ প্রসঙ্গে সংযুক্ত কিষান মোর্চার নেতা শিবকুমার কাক্কা বলেন, “আমরা কখনোই বলিনি কেন্দ্রের সঙ্গে কথা বলব না। যখনই আমাদের কথা বলতে ডাকা হয়েছে আমরা কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে কথা বলেছি। আমরা এবার ও সরকারের সঙ্গে কথা বলতে রাজি।” তবে প্রধামন্ত্রীর আশ্বাস বাণী এখনই বিশ্বাস করতে পারছেন না কৃষক নেতা রাকেশ টিকাইত। তাঁর দাবি, প্রধানমন্ত্রী আশ্বাস দিলেও আইন তৈরির কথা বলেননি। কেবল আশ্বাসে নয় দেশ আসলে চলে আইন আর সংবিধানে। ফলে যতক্ষণ না আইন বাতিল হচ্ছে বা এমসিপি থাকার কথা আইনে উল্লেখ হচ্ছে ততক্ষণ তাঁর দল আন্দোলন থামাবে না।